বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

গ্রামে-গঞ্জেও ৩০০ ফিটের ঢেউ

নিজস্ব প্রতিবেদক

৩০০ ফিটের ঢেউ লেগেছে গ্রামাঞ্চলে। চায়ের দোকানে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে সারাদিন সকলের মুখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত খবর।

প্রত্যন্ত অঞ্চলে বটিয়াঘাটা উপজেলার সুকদাড়া গ্রামের ৫৫ বছর বয়সি গৃহবধূ জেসমিন বেগম। মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায় আজ থেকে ৩৫ বছর আগে। দু’সন্তানের জননী। তিনি মন্তব্য করেন“ তারেক রহমান দেশে আশায় আমাদের পাড়ার অধিকাংশই ধানের শীষের পক্ষে কথা বলছে। যাদের মুখে কখনও এমন কথা আগে শোনা যায়নি।”

ফুলতলার জামিরা বাজারের সাবেক সেনা সদস্য রবিউল ইসলামের মতে গতকাল যে মানুষের মুখে অন্য সুর ছিল আজ তার মুখে বিএনপি বন্ধনা শোনা যাচ্ছে।

রংপুরের বটবেড়া গ্রামের কৃষাণী অনিতা মন্ডল মনে করেন, “গ্রামাঞ্চলে হঠাৎ তারেক জিয়া ও বিএনপি এবং ধানের শীষের গুণগান শুরু হয়েছে।”

বিশেষ করে তার ১৬ মিনিটের বক্তব্যকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন এ অক্ষর জ্ঞান সম্পন্ন মহিলা।

সোস্যাল মিডিয়ার কল্যাণে এখন যে কোনো খবর পৌঁছে যায় সর্বত্র। যে কারণে ১৭ বছর পরে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন সকলের মুখে মুখে। কৌতুহল এবং উচ্ছাসের কমতি নেই কোথাও। তবে এর মধ্যেও উৎকন্ঠাও রয়েছে অনেকের মনে। অনেকের আশংকা এ গণজোয়ার ধরে রাখতে না পারলে এবং জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আবারও আশাহত হবে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। যারা নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন