বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

নগরীর ট্যাংক রোডে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর লবণচরা ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর থানা সদর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও এয়ারপড জব্দ করা হয়।

র‌্যাব-৬-এর পক্ষ থেকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এজাহার বিশ্লেষণে জানা গেছে, আসামি রিয়াদ খান ও নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক। নিহত শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহত শিউলীর ছোট ভাই মো. রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় রিয়াদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-৬ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার শিউলী হত্যা মামলার একমাত্র আসামি মো. রিয়াদ খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ খান ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকার মো. সালাউদ্দিন খান ও নিহত প্রবাসী শিউলী বেগমের ছেলে। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন