বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

দৌলতপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

আট দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পাবনায় পুলিশি হামলার প্রতিবাদে এবং দাবি আদায়ে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর এলাকা প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি ইনস্টিটিউট প্রাঙ্গণ এসে শেষ হয়।

দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ, শেখ তাজ আহমেদ তামিম, পাপন বিশ্বাস, সজল শিকদার, জান্নাতুল ফেরদৌসী, ইয়ামিন হোসেন, সাকিব হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে, ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি এবং নিয়োগের ধারাবাহিকতা রাখা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকর দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি, এ, ই ‘র অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক সহকারী পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকুরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন প্রদান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান (ইন্টার্নি) ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন