ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করে এক ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
রামনারায়ণ বাঘেল নামে ৩১ বছর বয়সি ওই মৃত ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন এবং কাজের খোঁজে কেরালার পালাক্কাডে গিয়েছিলেন। তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন।
ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে বলে বিবিসিকে জানিয়েছে কেরালা পুলিশ। ঘটনাটি গত সপ্তাহের, তবে সপ্তাহান্তে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
সে রাজ্যের ক্ষমতাসীন সিপিআইএম দল যদিও ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি “আরএসএসের ঘৃণার রাজনীতি ছড়ানোর ফল” বলে বর্ণনা করছে; তবে বিজেপি বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে একজন সিপিআইএম, একজন কংগ্রেস সমর্থক আছেন এবং “কয়েকজন বিজেপির সমর্থকও থাকতে পারে”।
এ ধরনের ঘটনা “কেরালার মতো একটা সভ্য সমাজের ভাবমূর্তি নষ্ট করে” বলে সোমবার মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
খুলনা গেজেট/এনএম
