বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

দৌলতপুরে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক

নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া পল্লী তীর্থ স্কুলের মোড় সংলগ্ন মহসিন নামে এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সন্ত্রাসীরা তার বন্ধ দোকানে হামলা চালায়।

এলাকাবাসী জানায়, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, মহসিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিল। বর্তমানে তিনি মুদি দোকানের ব্যবসা করেন। সন্ত্রাসীরা কয়েকদিন পূর্বে তার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনার পর থেকে ভয়ে সে দোকান বন্ধ রাখে।

দৌলতপুর থানা ডিউটি অফিসার এসআই হাসান বলেন, লোকমুখে সংবাদ পেয়ে ফোর্স সেখানে গেছে। ওসি স্যারসহ মোবাইল টিম ঘটনাস্থলে আছে। কি ঘটেছে তারা ফেরত না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন