বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ডিসেম্বর মুডে জয়া আহসান

বিনোদন ডেস্ক

অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া।

বছর শেষে শীতের আমেজ যখন চারিদিকে, ঠিক তখনই নতুন রূপে ধরা দিয়ে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে দেখা গেছে একদমই ভিন্ন ধাঁচের ‘ডিসেম্বর মুড’-এ।

ক্যাপশনে লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেসটি। আধুনিকতা আর আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে জয়াকে দেখাচ্ছিল অনন্য। ছবির প্রতিটি ফ্রেমে জয়া নিজের ফ্যাশন সেন্স ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিপুণভাবে।

গলায় ছিল সোনালি চোকার, যার ঠিক মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির কালার টোনের সঙ্গে একটি সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নার ক্ষেত্রে তিনি যে মিনিমালিস্ট কিন্তু ‘স্টেটমেন্ট’ পছন্দ করেন, তার প্রমাণ মেলে হাতের বড় স্টেটমেন্ট রিংটিতে।

বরাবরের মতোই জয়ার এই লুকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন নেটিজেন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর।’ আরেকজন নেটিজেন লিখেছেন, ‘দারুণ লাগছে আপু।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন