বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

হাদি হত্যার বিচারের দাবি, শিববাড়ি মোড়ে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় ইমামতি করেন হাফেজ আয়াতুল্লাহ ওসমানী। শুক্রবার (১৯ ডিসেম্বর) জানাজার নামাজ শেষে হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা।

জানাজার নামাজ শেষে শিববাড়ি মোড়ে অবস্থান নেয় বিপ্লবী ছাত্র-জনতা।

এর আগে বাদ জুম্মা নগরীর নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন