ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনি খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।
খুলনা গেজেট/এমএম
