সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট আলাদাভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করে। এছাড়া দিনটি উপলক্ষে প্রবাসী সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করছে।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।
রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন যথাক্রমে ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ উল্লাহ খান এবং প্রথম সচিব (পাসপোর্ট) রুবাইয়া আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেড অফ চ্যান্সারি তৌহিদ ইমাম।

সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান বিজয় দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আমানুল কবীর, বাংলাদেশ সমিতির সভাপতি ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান, কমিউনিটি নেতা জাকির হোসেন খতিব, ইন্জিনিয়ার আফজাল হোসেন, ছাত্র প্রতিনিধি তাহমিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রাষ্ট্রদূত দেশের যুগসন্ধিক্ষণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গত এক বছরে জনগণের সেবায় গৃহীত কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে শেখ যায়েদ বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শিত হয়।
অনুরূপ দুবাই কনস্যুলেটের আলোচনা সভায় সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, শহীদদের বীরত্ব ও স্বাধীনতার তাৎপর্য স্মরণ করেন। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও ইতিহাস ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
খুলনা গেজেট/এনএম
