বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় মহান বিজয় দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে মাগুরায় জেলা প্রশাসন ও প্রেসক্লাব পৃথক কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের সূচনা হয়। ভোরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি, স্কুল কলেজের প্রধান শিক্ষকসহ মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকগণ ফুলের শ্রদ্ধাঞ্জলি জানায়।

এরপরে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা মো. ওয়ালিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিকরা তাদের বক্তব্যে জেলার মুক্তিযোদ্ধা ও বিজয়ের ইতিহাস তুলে ধরেন।

এছাড়া মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে শরীরচর্চা প্রদর্শন হয়। পাশাপাশি শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন