সোমবার । ১৫ই ডিসেম্বর, ২০২৫ । ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ ব্যক্তির নিহত হয়েছে বলে জানা গেছে। এতে আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরা, বিবিসি ও সিএনএনের

পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় মোট দুজন হামলাকারী জড়িত ছিল। নিহত ১০ জনের মধ্যে একজন বন্দুকধারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। অন্য বন্দুকধারী আহত অবস্থায় রয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কর্তব্যরত অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত নাগরিকদের পাশাপাশি তাদেরও চিকিৎসা চলছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। একই সঙ্গে, ঘটনাস্থল থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত সরঞ্জাম এবং দলকে আনা হয়েছে।

যদিও পুলিশ নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করেছে, তবে সেই নির্দিষ্ট এলাকার অবস্থান এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন