শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন আমিরুল

ক্রীড়া প্রতিবেদক

ভারতের অনুষ্ঠিত অনুর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে শিরোপা জিতেছে জার্মানি। বুধবার (১০ ডিসেম্বর) চেন্নাইয়ে শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা। এছাড়া আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক ভারত।

এদিকে যুব বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই ১৭তম হয়েছে বাংলাদেশ। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স ট্রফিও জিতেছে। বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম ছয় ম্যাচে সর্বোচ্চ ১৮ গোল করেন। এর মধ্যে পাঁচটি হ্যাটট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছেন।

তাই বাংলাদেশের জন্য শুধু ফাইনাল দর্শন হলেও আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি। চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে এফআইএইচ। আমিরুল সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ২ হাজার ডলার পেয়েছেন।

বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুই ম্যাচে দুই হ্যাটট্রিক করেন আমিরুল। তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। ওমানের বিপক্ষে তৃতীয় হ্যাটট্রিকটি করেন তিনি। সেদিন হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলেন উঠতি তারকা।

এরপর স্থান নির্ধারণীর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আবার হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। আর অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জেতা ম্যাচে আমিরুল নিজের পঞ্চম হ্যাটট্রিকের দেখা পান।

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে।

আমিরুলের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হকি তো বটেই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ এক স্বীকৃতি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বল ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট সেরা হওয়ার অন্যতম দাবিদার হলেও শেষ পর্যন্ত তিনি এই পুরস্কার পাননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন