বাগেরহাটের ফকিরহাটে ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি আব্দুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ফকিরহাট মডেল থানার মাধ্যমে তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে এবং পেশায় ট্রাকচালক। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–৬ মঙ্গলবার রাতেই যশোর সদর থেকে তাকে আটক করে। পরে ফকিরহাট থানা পুলিশ রাতে তাকে থানায় নিয়ে আসে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মোংলার বাসিন্দা ওই যুবতীর মা দ্বিতীয় বিয়ে করে ফকিরহাটে বসবাস শুরু করেন। সে সুবাদে তরুণীটি নিয়মিত মায়ের কাছে ফকিরহাটে যাতায়াত করতেন। প্রায় পাঁচ মাস আগে আসামি আব্দুর রহমানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে তিনি কৌশলে ফকিরহাট বাসস্ট্যান্ডে ফেলে রেখে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার পর ৯ নভেম্বর ফকিরহাট মডেল থানায় ওই নারী ধর্ষণ মামলা (নং-৬) দায়ের করেন। এরপর থেকেই আসামি পলাতক ছিলেন। র্যাবের অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ধর্ষণ মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করে প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
খুলনা গেজেট/এনএম

