শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছার পলাতক আসামি ১২ বছর পর খুলনা থেকে গ্রেপ্তার

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না পরোয়ানা ভুক্ত আসামি হাফেজ মাওলানা অলিয়ার রহমান (৫৯)। পুলিশ খুলনার আড়ংঘাটা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অলিয়ার রহমান ১১ বছর পলাতক ছিলেন, গত ৩০/১২/২৪ তারিখে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে চালান করা হলেও জামিনে বের হয়ে আসেন। দীর্ঘ চেষ্টার পরে আসামী হাফেজ ওলিয়ার রহমানকে কেএমপি খুলনার আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা মোড়ল পাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের বাসা থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আটক করে পুলিশ। আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় শিওরদাহ পুলিশ ক্যাম্পের এস আই বেলাল হোসেন, এস আই মো: মোকাদ্দেস হোসেন সঙ্গিয় ফোর্সসহ আসামীকে আটক করে।

সাজা সি আর-২০১/১২ (এস সি-১২৯/১৩) তে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ ৪৫ হাজার টাকা অর্থদন্ড, সাজা সি আর-২০২/১২(এস সি-১৩০/১৩) তে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার নামে ২ টি সিআর সাজা পরোয়ানা ঝিকরগাছা থানায় ছিলো বুধবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন