লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস দল। মোহাম্মদ মানিকের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে অ্যালান সারমিয়েন্টোর গোলে সমতায় আসে অ্যাথলেটিকো শার্লোন।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে ক্যাসপার হক বল নিয়ে যান শার্লোনের ডি বক্সে। পরে ওয়ান টু ওয়ান পাস, সেখান থেকে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে মোহাম্মদ মানিক।
১৮ মিনিটে ভালো একটি আক্রমণ করেছিল অ্যাথলেটিকো শার্লোন। ক্যাসপার হকের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় রেড গ্রিন ফিউচার স্টারস। ৩১ মিনিটে আবারও গোল করেন মানিক। সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। পরে মানিক আরও একটি সুযোগ পান ডি বক্সের মধ্যে। সেটি গোলবারের অনেক উপর দিয়ে মারেন। ১-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টাইন ক্লাবটি বিরতির পর নেমেই সমতায় আসে। গোল করেন শার্লোনের অ্যালান সারমিয়েন্টো, ১-১ সমতা তখন। ৭৪ মিনিটে হাতাহাতি করে বাংলাদেশের হাবিব রেদওয়ান এবং আর্জেন্টিনার দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। দুদলের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৮৬ মিনিটে ডি বক্সের কিছুটা আগে ফ্রি কিক পায় স্বাগতিকরা। সেখান থেকে নেয়া শট গোলকিপারের হাতে লেগে বঞ্চিত হয় বাংলাদেশের দলটি। অবশ্য শার্লোনের গোলকিপার কিছুটা আঘাত পান। ৯৩ মিনিটে আর্জেন্টিনার নেয়া নিশ্চিত শটের বল গোলমুখ থেকে ফেরত পাঠান হেদায়েতউল্লাহ, বেঁচে যায় স্বাগতিকরা। আর সমতায় শেষ হয় খেলা।

