দীর্ঘ প্রায় ৪ মাস কারা ভোগের পর ৪৭ ভারতীয় জেলে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন। রবিবার (৭ ডিসেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের মুক্তির আদেশ দেন। এদিন বিকেলেই কারাগার থেকে তারা মুক্তি পেয়েছে।
কারাগারের মুক্তির সময় কারা ফটকে ভারতীয় ডেপুটি হাইকমিশনার চন্দ্রজিৎ মুখার্জি সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সোমবার মোংলা কোস্টগার্ড জেটি থেকে তারা দেশের উদ্দেশ্যে রওনা হবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় কোস্টগার্ডের হাতে আটক হয়। এসব জেলেদের অধিকাংশের বাড়ি ভারতের ২৪ পরগনা জেলাতে।