শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ধারালো অস্ত্র, ককটেল ও গুলিসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের পুলেরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে ককটেল, গুলি ও ধারালো অস্ত্রসহ মুরাদ হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৬ এর একটি দল এ অভিযান চালায়।

তিনি পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে।

র‌্যাব–৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অভিযান চালানোর সময় তাকে আটক করা হলেও তার সহযোগী ইমন ও অনি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মুরাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি হাসুয়া, দুটি ককটেল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন