পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরল খাঁ দীঘিতে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান।
মৃত আজিজুর বান্দিকাটি গ্রামের কওসার আলী গোলদারের ছেলে এবং পেশায় একজন চা–বিক্রেতা।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের মতে, গোসল করার সময় আজিজুর রহমান স্ট্রোক করলে তিনি অসহায়ভাবে পানিতে ডুবে যান। ঘটনাস্থলে তখন কেউ না থাকায় বিষয়টি কেউ টের পায়নি।পরে বিকেল ৪টার দিকে পুকুরপাড়ের বাসিন্দা কিশোরী আনন্দী গোসল করতে গিয়ে পানিতে ভাসমান তার কাপড় দেখে বিষয়টি বুঝতে পারলে স্থানীয়রা পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে।

