মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ভূমি অফিসের একটি গুরুত্বপূর্ণ কক্ষ এবং সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের তিনটি ঘর পুড়ে যায়। ধ্বংস হয়েছে দলিল, টিকিট, রশিদসহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে সদর ভূমি অফিসের নিচতলার ৫ নম্বর কক্ষে পেছনদিকের জানালার কপাট খুলে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
বিস্ফোরণের শব্দ শুনে নৈশপ্রহরী জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে কক্ষের কম্পিউটার, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। একই সময়ে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের তিনটি রুমেও পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে বিপুল পরিমাণ সরকারি নথি, দলিল ও কাগজপত্র নষ্ট হয়। ঘটনাস্থল থেকে একটি পেট্রোলভরা বোতল ও বেশ কয়েকটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, একই রাতে দুটি সরকারি অফিসে হামলা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এটি পরিকল্পিত নাশকতার ঘটনা বলে তাদের ধারণা।
পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর থানার ওসি মো. আইয়ুব আলী, সদর উপজেলা ভূমি কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আইয়ুব আলী জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তে একাধিক টিম কাজ করছে এবং শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
ফায়ার সার্ভিসের স্কোয়ার্ড লিডার মো. আলেপ মোল্লা বলেন, “ভোর সাড়ে ৩টার দিকে ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। সেখান থেকে পেট্রোলে ভর্তি একটি বোতল ও কয়েকটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

