শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করতে গোয়েন্দা সংস্থার গ্রীন সিগন্যাল

নিজস্ব প্রতি‌বেদক

সেনা প্রধান জেঃ এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ৯০ সালের ৬ ডিসেম্বর তার জামানার অবসান হয়। ১৯৮২-৯০ তার শাসনামল। পুরো সময়টাই সামরিক শাসন। এ সময় বিরোধী দল দাবি তোলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন। ৯০ এর মধ্য নভেম্বর থেকে বিরোধী দলকে দমন করার জন্য দেশে সান্ধ্য আইন জারি হয়। সামরিক জান্তার পদত্যাগের ক্ষেত্র প্রস্তুত করতে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা গ্রীন সিগনাল দেয়।

আবু রুশদ রচিত আগ্রাসী গুপ্তচর বৃত্তির স্বরূপ সন্ধান নামক গ্রন্থ এ তথ্য প্রকাশ করা হয়েছে। গ্রন্থ বলা হয়েছে ৯০ সালে এরশাদ ভারতের সাথে ২৫ বছর মেয়াদি মৈত্রী চুক্তির বন্ধন অস্বীকার করে। ভারতের চাপকে উপেক্ষা করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। ৯০ সালে বিদেশি গোয়েন্দা সংস্থা সরকার পরিবর্তনের জন্য আন্দোলনরত জোটদের সাথে সম্পর্ক রক্ষা করে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবশালী দেশের আশীর্বাদপুষ্ট একটি সরকার এদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ৯০ এর ডিসেম্বরে আন্দোলন শুরু হলে এরশাদ পদত্যাগে বিদেশি গোয়েন্দা সংস্থা গ্রীন সিগন্যাল দেয়। তারা কূটনৈতিক সহযোগিতা বন্ধ করে দেয়। গোয়েন্দা সংস্থাটি তৎকালীন সরকার পতনে মরিয়া হয়ে ওঠে। প্রতিবেশী দেশ তাদের আধিপত্যবাদী মনোভাব নিয়ে এরশাদকে ক্ষমতাচ্যুত করতে গ্রীন সিগন্যাল প্রদান করে। তৎকালীন রাষ্ট্রপতি পাকিস্তানের সহায়তায় পারমাণবিক অস্ত্র সংগ্রহের গোপন তৎপরতা চালিয়ে গেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন