গত মাসে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এই সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন। তাইজুলের পাশাপাশি আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।
শুক্রবার (৫ ডিসেম্বর) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় তাইজুলকে নিয়ে লেখা হয়, ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচজয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।’
দক্ষিণ আফ্রিকার স্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। দুই টেস্টে ১৭ উইকেট শিকার করেন তিনি।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নেওয়াজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট।
টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নেওয়াজ, হন সিরিজ সেরা।

