গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুনকে হত্যার মুল হোতা স্বামী রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৫ নভেম্বর) র্যাব-৬ ও র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর নিয়নের লতিফপুর গ্রামে।
র্যাব জানায়, গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি খাতুনকে হত্যার মুল হোতা স্বামী রাসেল কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র্যাব এর সদস্যরা।
এর আগে পারিবারিক কলহের কারণে ইতি খাতুনের স্বামী রাসেল শেখ ও অন্যান্য আসামিরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ইটবেধে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে। গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ থাকে। গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

