নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. নাঈম শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গত সোমবার (১ ডিসেম্বর) রাতে কলাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে নাঈম শেখ তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর স্বামী জাহাজে চাকরি করেন। তিনি একমাত্র সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার ধর্ষণের শিকার ওই গৃহবধূ থানায় গিয়ে নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর রাতেই নড়াগাতী থানা পুলিশের একটি দল খুলনার খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মামলা দায়েরের পর দ্রুততম সময়ের মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

