শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত হোসেন ওই গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনেরা জানান, মাগরিবের নামাজ আদায় শেষে চা পান করার উদ্দেশ্যে রঘুনাথপুর বাজারের দিকে যাচ্ছিলেন এনায়েত হোসেন। পথিমধ্যে কবরস্থানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন