শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বরেকর্ড গড়লেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করলেন তানজিদ হাসান তামিম। তাতে বিরল এক নজির গড়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ তামিম।

সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ। অন‍্য দুই জন হলেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও রিশাদ।

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লের পরপরই পথ হারায় তারা। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এই লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন