বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। মঙ্গলবার (২ ডিসেম্বর) যোহরবাদ খুলনা প্রেসক্লাব ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন রফিউল ইসলাম টুটুল, মিজানুর রহমান মিলটন, মো. নূরুজ্জামান, আশরাফুল ইসলাম নূর, মো. রকিবুল ইসলাম মতি, এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
খুলনা গেজেট/এএজে

