শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুজ্জামান (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুজ্জামান কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিসুজ্জামান আগে মহেশপুর থানায় কর্মরত ছিলেন সেই সুবাদে বাসা এখনো মহেশপুরে আছে। সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসছিলেন। কোটচাঁদপুর শহরের বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত আনিসকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

কোটাচঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাকটি আটক করা হলেও পলাতক রয়েছে চালক। তাকে শনাক্ত করা হয়েছে। আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি। এদিকে সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন