খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামীপন্থি আইনজীবী এ্যাড. পারভেজ আলম খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) খুলনার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহা: মহিদুজ্জামান এ নির্দেশ প্রদান করেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ওই আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেয়। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তীতে নিম্ন আদালতের বিচারক গত ৩০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দেন। পরে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ তাকে ১ ডিসেম্বর পর্যন্ত পূর্বের আদেশ বর্ধিত করেন। জমিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সোমবার উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

