সাতক্ষীরায় ওষুধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে শহরের খুলনা রোড মোড় এলাকার একটি ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু। এ সময় জেলা ড্রাগ সুপার মো. বাশারাফ হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নাহিন মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের কারণে প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্টের সময় নাগরিকদের জানানো হয়, নকল ও ভেজাল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার জন্য নিয়মিতভাবে জনস্বার্থে অভিযান চালানো হবে।

