বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে অনেক মিডিয়া: গোলাম পরওয়ার

গেজেট প্রতিবেদন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের অনেক গণমাধ্যম এখন জনগণের স্বার্থের বদলে মালিকপক্ষের ‘পুঁজি রক্ষা’, কিছু রাজনীতিকের ব্যক্তিগত ‘স্বার্থ রক্ষা’ এবং ‘দুর্নীতি–লুটপাটের পাহারাদার’ হিসেবে কাজ করছে। শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিকতার মূল নীতি- সত্য তুলে ধরা- আজ বাধাগ্রস্ত। করপোরেট হাউস, পুঁজিপতি বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের চাপের কারণে অনেক সময় সাদা–কালো স্পষ্টভাবে বলা যায় না। রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যম -এই তিন শক্তি একসঙ্গে কাজ করলে জাতি এগিয়ে যায়। নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ঐতিহ্যে ফিরে যেতে হবে।

সাংবাদিকদের বিভক্তি দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের ঐক্য দুর্বল হলে গণমাধ্যমও দুর্বল হয়। ঐক্য বজায় রাখতে পারলে সাংবাদিক সমাজ নিজেই জাতিকে ঐক্যের পথে নেতৃত্ব দিতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন