শনিবার । ২৯শে নভেম্বর, ২০২৫ । ১৪ই অগ্রহায়ণ, ১৪৩২

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮০

আন্তর্জা‌তিক ডেস্ক

মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের জেরে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। এতে এ পর্যন্ত ১৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ৮০ জন। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের শীর্ষ নির্বাহী শুক্রবার (২৮ নভেম্বর) সুহারিয়ান্তো এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌসুমি ঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টি হয়েছে সুমাত্রা দ্বীপে। আজ থেকে যদিও বৃষ্টিপাতের মাত্রা কমেছে কিন্তু আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। আচেহ এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা কবলিত অনেক এলাকায় এখনও পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

ঝড়-বৃষ্টির জেরে ৪ লাখ ৭৩ হাজার ৪৮১ কিলোমিটার আয়তনে এই দ্বীপটির বহু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। কোনো কোনো এলাকা ডুবে আছে সাড়ে তিন ফুট পানির নিচে। নিরাপদ আশ্রয়ের উদ্দেশে বাড়িঘর ছেড়ে ছুটছেন হাজার হাজার পরিবার।

বন্যা-ভূমিধসের কারণে দ্বীপের অনেক অঞ্চলে রাস্তা-ঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকার দুর্গত লোকজনকে উদ্ধারে এবং ত্রাণ তৎপরতা পরিচালনা করতে বিমান বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে বিদ্যুৎসংযোগ স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র আবদুল মুহারি।

সূত্র : এএফপি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন