নড়াইল সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হান্নান খান, ফারুক ভূঁইয়া, রাজিব ভুঁইয়া ও তবিবর ভূঁইয়া এদের সকলের বাড়ি বুড়িখালি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের একটি বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে গ্রামের আইয়ুব মোল্যা ও মিন্টু খার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ এই জমি নিয়ে একটা শালিসকে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চার ব্যক্তি গুরুতর আহত হয়। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

