সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার আলোচিত ট্রিপল মার্ডা‌রের প্রধান সন্দেহভাজন শামীম আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবণচরা থানাধীন দরবেশ মোল্লার গলির আলোচিত ট্রিপল হত্যাকাণ্ড শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালেই তাকে লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিমান বন্দর থানা পুলিশ।

আটক শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামের বাসিন্দা রুস্তুম শেখের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, ট্রিপল হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি শামীম ফ্রান্সে যাওয়ার প্রক্কালে বুধবার রাত সাড়ে ৩ টার দিকে বিমান বন্দর পুলিশের কাছে আটক হন। সকালে তারা তাকে লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দুপুরে তাকে লবণচরা থানায় আনা হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন