সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় প্রবাসী সোহেল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, আদালতের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলার রামনগর গ্রামে প্রবাসী সোহেল হত্যা মামলায় আসাদুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ নভেম্বর দিনগত রাতে রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের সিদ্দিক খার ছেলে।

২৬ নভেম্বর গ্রেপ্তার আসাদুল খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলতাফ হোসেনের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে প্রবাসী সোহেলকে রামনগর মানিক সরদারের মাঠে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার এস আই আশরাফ হোসেন বলেন, মামলা দায়েরের পর থেকে নিবিড় পর্যবেক্ষণ এবং গভীর তদন্তে আসাদুলের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। ফলে হত্যাকাণ্ডের ২০ দিন পর ২৫ নভেম্বর রাতে আসাদুলকে রামনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন