টলিউডের তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র বহু বছর ধরে সম্পর্কে আছেন। একসঙ্গে সিনেমা করা, অনুষ্ঠানে উপস্থিতি—সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল সবসময়ই তুঙ্গে। আর সেই কৌতূহলের কেন্দ্রীয় প্রশ্ন—কবে বিয়ে করবেন তারা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এক অনুরাগী রুক্মিণীকে আবারও বিয়ের প্রশ্ন করলে তিনি হেসে বলেন, “যেদিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিনই আমরা হঠাৎ সবাইকে চমকে দেব।”
দেবও এক সাক্ষাৎকারে জানান, তিনি আজীবন ব্যাচেলর থাকার চিন্তা করছেন না। তার ভাষায়, “আমি দেব হয়েই ভালো আছি। তবে এর মানে এই নয় যে আমি বিয়ে করব না। অবশ্যই করব। বিয়ে পুরোপুরি ভাগ্যের বিষয়। কিছু গোপন পরিকল্পনা চলছে—সময় হলে সবাই জানবে।”
তাদের এমন বক্তব্য নতুন করে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

