চট্টগ্রামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ হোটেলের গ্রিন গ্রাউন্ডের উন্মুক্ত স্থানে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ন লিটন দাস এবং আয়ারল্যান্ড দলের অধিনায় পল স্টারলিং।
আগামীকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দুই দলের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় ম্যাচটি ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় হবে।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ দল এই স্টেডিয়ামে অনুশীলন করতে নামবে। আয়ারল্যান্ড দলের সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলন হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। একই স্টেডিয়ামে তারা অনুশীলন করবেন সন্ধ্যা ৬টায়।
খুলনা গেজেট/এএজে

