আগামী ডিসেম্বরের মাসে ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চালাচল শুরু হতে পারে। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। তিনি জানান, আগামী মাস থেকে করাচি ও ঢাকার মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট শুরু হতে পারে। খবর একপ্রেস ট্রিবিউনের।
সরাসরি বিমান চলাচল শুরু হলে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও শিক্ষাসহ নানা খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের এই হাইকমিশনার।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হাইকমিশনার বলেন, এলসিসিআই এবং লাহোরে বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রদান করা হচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, সদস্যদের ভিসা তিন থেকে চার দিনের মধ্যেই ইস্যু করা হবে। আর এটি দুই দেশের মধ্যে ভ্রমণকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করবে।
বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত প্রস্তাব দেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, অন্যদিকে বাংলাদেশ তাজা আনারস সরবরাহ করতে পারে। তিনি টেক্সটাইল এবং তৈরি পোশাকের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাণিজ্য সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তিনি জানান, শিগগরিই একটি সরাসরি কার্গো শিপিং পরিষেবা চালু করা হবে। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে কার্গো সেবা চালু হলেও বাণিজ্য বাড়ার ফলে এখন আলাদা ও সরাসরি কার্গো রুট চালুর প্রয়োজন দেখা দিয়েছে।
খুলনা গেজেট/এনএম

