উপহার আদান-প্রদান আমাদের পরস্পরের সম্পর্ক, বন্ধুত্ব ও ভালোবাসা দৃঢ় করে। বন্ধু, প্রিয়জন, স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান বা ভাই-বোন যে-কেউ হোক— সবার মধ্যেই সম্পর্ক দৃড় ও সুন্দর করে উপহার। রাসুল (সা.) নিজে উপহার গ্রহণ করেছেন এবং অন্যকেও উপহার প্রদানে উৎসাহিত করেছেন। উপহার আদান-প্রদান রাসুল (সা.)-এর সুন্নতের অংশ।
জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী রাসুল (সা.)-এর এই সুন্নতটির ওপর আমল করতে উৎসাহিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসুবুক পেজে এক পোস্টে তিনি বলেছেন, উপহার— দূরত্ব কমিয়ে ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে। প্রগাঢ় করে হৃদ্যতা। পরস্পর উপহার বিনিময়ের এই নববী সুন্নাহ ছড়িয়ে পড়ুক সর্বত্র।
পাশাপাশি তিনি রাসুল (সা.)-এর হাদিসের একটি বাণী উদ্ধৃত করেছেন। যেখানে বিখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা একে-অপরকে হাদিয়া (উপহার) দাও এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হও। (আল আদাবুল মুফরাদ, হাদিস : ৫৯৭)
মহানবী (সা.)-এর সুন্নতের অনুসরণ ও পরস্পরের সম্পর্ক সুন্দর করার উদ্দেশ্যে করা মিজানুর রহমান আজহারীর এই পোস্টে ৫৮ হাজারের বেশি ফলোয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট করেছেন তিন হাজারের বেশি অনুরাগী। শেয়ার করেছেন ১০ হাজারের বেশি মানুষ।
অনেকেই আজহারীর এই পোস্টের মন্তব্য ঘরে লিখেছেন, উপহারে ভালবাসা বাড়ে তাই আসুন একে অন্যকে উপহার দেই। কেউ কেউ লিখেছেন, একটি মাত্র উপহার, শত্রুদের মধ্যেও বন্ধুত্ব তৈরি করে দিতে পারে!
আরেকজন লিখেছেন, ইচ্ছেমত আমার আপনজনদের উপহার দিতে পারি না সেই এবিলিটি আমার নেই। যা পারি তাই দিয়ে থাকি তবে আমার রব তো অভাবমুক্ত কারো মুখাপেক্ষী নন। তার কাছে ইচ্ছেমত মনভরে আমার আপনজন, আত্মীয় স্বজনদের জন্য সব সময় এই দোয়া করি, তিনি আমার আপনজনের দুনিয়াবি সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন, উত্তম হায়াত দান করেন, উত্তম রিজিক দান করেন, উত্তম ইবাদত করার জন্য সাহায্য করেন, যা তাদের জন্য কল্যাণকর তা যেন দান করেন, আর যা অল্যাণকর তা থেকে হেফাজত করেন।
খুলনা গেজেট/এএজে

