বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২

উৎসবমুখর পরিবেশে শিরোমনি বাজার বণিক সমিতির ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বাজারসংলগ্ন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্ব-স্ব প্রার্থীর পক্ষে সমর্থকরা স্লোগানে মুখরিত করে তোলে কেন্দ্রের আশেপাশের এলাকা।

সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,২৬৬ জন। দুটি কক্ষে ২২টি বুথে ভোট গ্রহণ চলছে। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জাহিদুল ইসলাম ও শেখ আজিজুল ইসলাম টিপু।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট প্রার্থী ৩৩ জন। ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সভাপতি প্রার্থী হাফেজ আমিনুল ইসলাম (চেয়ার), শেখ রেজাউল ইসলাম (তালা), সাধারণ সম্পাদক প্রার্থী শেখ সাহিদুল ইসলাম (গরুর গাড়ি) ও মোল্লা সোলায়মান হোসেন (হরিণ প্রতীক)।

ভোটকেন্দ্রে উপস্থিত কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা হলে তারা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন