বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২
সভাপতি রুহুল কুদ্দুস, সম্পাদক মফিজুর রহমান

উৎসবমুখর পরিবেশে পথের বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাহুল কুদ্দুস লস্কর (চেয়ার), সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান খান (গোলাপফুল)। গতকাল সোমবার সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজার কমিটির কার্যালয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১ পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৬ জন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বিপ্লব আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম (তালা চাবি) ও মোঃ মকবুল হোসেন সরদার (ডাব), সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা গাজী (দোয়াত কলম) ও মোঃ কুদ্দুস ফারাজী (মাছ), সাংগঠনিক সম্পাদক মোঃ রানা আকুঞ্জী (মোরগ), কোষাধ্যক্ষ মোঃ জসিম সরদার (হাতপাখা), প্রচার সম্পাদক মোঃ নাঈম (গাভী)।

এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সদস্য পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা হলেন- মোঃ আবু সাঈদ শেখ, মোঃ রানা শেখ, মোঃ বাহারুল শেখ ও মোঃ ফেরদৌস মিনা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন