সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে রবিবার (২৩ নভেম্বর) দূতাবাসের মিলনায়তনে “প্রবাসীদের স্বাস্থ্যসেবায় করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আমিরাতে বাংলাদেশি চিকিৎসকদের স্বল্পতা, স্বাস্থ্যসেবায় নানাবিধ সমস্যা ও ভিসাজনিত অসুবিধাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
সেমিনারে স্বাস্থ্যখাতের পেশাজীবীরা ভিসা জটিলতা, গোল্ডেন ভিসাধারীদের পরিবার ভিসা না পাওয়া, ভাষাগত দুর্বলতার কারণে চিকিৎসা সেবা না পাওয়া, দেশীয় ওষুধের অপ্রাপ্তি, বিদেশি ওষুধের অতিরিক্ত দাম, স্বল্পমূল্যের স্বাস্থ্যবিমায় সঠিক চিকিৎসা না পাওয়া, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রশাসনে বাংলাদেশিদের কম উপস্থিতিসহ নানা সমস্যা তুলে ধরেন।
উদ্যোক্তা ড. সালাহউদ্দিন আলী জানান, প্রবাসীরা যাতে সহজে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পায়, সে জন্য ‘প্রবাসী স্বাস্থ্যসেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ।
এনএমসি হাসপাতালের সার্জন ডা. মুস্তাফিজুর রহমান খান আমিরাতে বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ডাটা উপস্থাপন করেন।
সেমিনারে দুবাই কনসুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানো, ড. সালাহউদ্দিন আলী, ডা. মুস্তাফিজুর রহমান খান, ডা. মিসবাহ, ডা. ইফতিখার, ডা. রিফাতসহ চিকিৎসা ও স্বাস্থ্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তারেক আহমেদ সেমিনারে উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, প্রয়োজন হলে সপ্তাহে বা মাসে একবার মেডিকেল ক্যাম্প আয়োজনের সম্ভাবনাও বিবেচনা করা হবে।
খুলনা গেজেট/এএজে



