বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া ভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন—২০১০ এর ১৫(১) উপধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোংলার দিগরাজ এলাকার মোহাম্মদ আলী গাজীর ছেলে সোহরাব হোসেন, রূপসার সিংহেরচর এলাকার চান মিয়ার ছেলে মো. শহিদ হোসেন, একই এলাকার শহিদ হোসেনের ছেলে শাহীন হোসেন ও ফরিদপুরের আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার ছেলে আনোয়ার মোল্যা।
শাস্তির পাশাপাশি ‘এমবি বুশরা’ নামের একটি লোড ড্রেজার এবং ‘এমবি নাজমা নাসিমা’ নামের একটি বাল্কহেড সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান। এ সময় উপস্থিত ছিলেন সুরখালী ভূমি অফিসের কর্মকর্তা মো. জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহিম। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. আলমগীর শেখ, লিয়াকত আলী শেখ, মহাসিন সানা, ইমদাদুল শেখসহ আরও অনেকে।
সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল-ইভান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরিচালিত অভিযানে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এদের প্রত্যেককে এবছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকবে।
তিনি আরও বলেন, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

