সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (২২) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সুবলপুর গ্রামে ঘুরতে বের হয়েছিলেন। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের নিকট পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সেলিম মারা যান। আহত অবস্থায় চালক তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, এক মোটরসাইকেলে দুইজন যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন