সোমবার । ২৪শে নভেম্বর, ২০২৫ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩২

গাছ থেকে পড়ে ঘের মালিকের মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ায় গাছ থেকে পড়ে হায়দার মোল্লা (৬০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাজী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রবিবার দুপুরের দিকে হাজীগ্রাম মোল্লাপাড়া এলাকার মৃত নিজাম উদ্দীনের ছেলে হায়দার মোল্লা নিজের মাছের ঘেরের পাড়ে মেহগনী গাছের ডাল কাটছিলেন। এসময় হঠাৎ করে পা ফসকে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে দ্রুত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন