সোমবার । ২৪শে নভেম্বর, ২০২৫ । ৯ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বিসিএস পরীক্ষার্থীদের রেললাইন অবরোধ, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টায় নগরীর দৌলতপুরে রেললাইন অবরোধ করে তারা। এ সময় মিছিলের পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ৫টি ট্রেন। ফলে ট্রেন চলাচলের সিডিউলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়। রাত পৌনে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে রাত ৯টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, অতীতের বিসিএস পরীক্ষায় প্রস্তুতির জন্য যথাযথ সময় দেওয়া হলেও ৪৭তম বিসিএস পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। এজন্য ঢাকাসহ সারাদেশে যে আন্দোলন চলছে, তার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, এই রেল অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

খুলনা রেল স্টেশন মাস্টার দুলদুল হোসেন বলেন, দৌলতপুরে শিক্ষার্থীদের অবরোধের কারণে খুলনা স্টেশন, দৌলতপুর, ফুলতলা ও নওয়াপাড়ায় ৫টি ট্রেন আটকা পড়ে। বিকালে খুলনা স্টেশন থেকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। অন্যদিকে বিভিন্ন রুট থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস ও বেতনা ট্রেন আটকা পড়ে। রাত পৌনে ৯টার দিকে রেললাইন স্বাভাবিক হলে সাগরদাড়ি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে রওনা হয়। এছাড়া রাত পৌনে ১০টা পর্যন্ত খুলনা স্টেশনে ২টি ট্রেন পৌঁছেছে এবং পর্যায়ক্রমে আরও ট্রেন প্রবেশ করছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন