রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের মিশনে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস ভাগ্যে জয় লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

২০১৩ সালে যাত্রা শুরু হওয়া এ আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দু’বার করে শিরোপা জিতেছে। বাংলাদেশ এখনো শিরোপা না পেলেও ছয় বছর আগে একবার রানার্সআপ হওয়া ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। প্রায় পাঁচ বছর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আকবর আলীর নেতৃত্বে বিশ্বজয়ী হওয়া সেই প্রজন্মের হাতেই এবার রাইজিং স্টারস কাপ ঘরে তোলার দায়িত্ব।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে হংকং, আফগানিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বিশেষ করে সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চ ছাপিয়ে জয় পায় তারা। রিপন মণ্ডলের জোড়া আঘাতে সুপার ওভারে মাত্র ১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ, যা ওয়াইড বলের সুবাদে পেরিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে।

পাকিস্তান শাহিনস
মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফায়েক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।

বাংলাদেশ এ স্কোয়াড
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী, আকবর আলি (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এসএমমেহরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, রিপন মন্ডল ও আব্দুল গাফ্ফার সাকলাইন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন