রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচ সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতকের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। এছাড়া দুই ম্যাচে ১৩ উইকেট নেয়ার সুবাদে সিরিজ সেরা হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

নিজের শততম ম্যাচের প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন এক শতকের (১০৬) দেখা পান মুশফিক। দ্বিতীয় ইনিংস ঘোষণার সময়ও তার ব্যাটে ছিল অপরাজিত এক অর্ধশতক (৫৩*)। হয়ত এই ইনিংসেও সেঞ্চুরির দেখা পেতে পারতেন মুশি। তাহলে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন মিস্টার ডিপেন্ডেবল।

অপরদিকে, প্রথম টেস্টে ৫ ও দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট তুলে নেন তিনি। সাকিব আল হাসানকে ছাপিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এখন সর্বোচ্চ উইকেটের মালিক উত্তরবঙ্গের এ টাইগার স্পিনার।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন