ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর মান পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনের নেতৃত্বে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরিবহনের ব্যবস্থা করা হবে কি না, জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খুলনা গেজেট/এএজে

