শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন কীর্তি তাইজুলের

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টে তাইজুল ইসলাম নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এর আগে সাকিবকে ছাড়িয়ে টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এবার ছাড়িয়ে গেলেন নিজেকে। দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে স্পর্শ করলেন ২৫০ উইকেটের মাইলফলক।

আজ পঞ্চম দিনে প্রথম ১১ ওভারে কোনো উইকেট পড়তে দেননি কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। শেষমেশ তাইজুল ইসলাম ভাঙলেন তাদের প্রতিরোধ। ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। রিভিউ নিয়েও লাভ হয়নি ২১ রান করা বাঁহাতি ব্যাটারের। আর তাতেই তাইজুলের আড়াইশ উইকেট।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেট নেওয়ার এই কীর্তি গড়লেন তাইজুল। সব মিলিয়ে বিশ্বের ষষ্ঠ বাঁহাতি স্পিনার হিসেবে আড়াইশ উইকেট পেলেন তাইজুল। তার সামনে অনেক পথ। রেকর্ডের হাতছানি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন