নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন আজাদ মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
আহত যুবকের নাম রাজু।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

